আমাজনের মালিক জেফ বেজোস কি আবার বিয়ে করছেন

12/23(2024

 আমাজনের মালিক জেফ বেজোস কি আবার বিয়ে করছেন

-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা ধনকুবের জেফ বেজোস আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। কনে বেজোসের দীর্ঘদিনের বান্ধবী লেখক-সাংবাদিক-উপস্থাপক লরেন সানচেজ। বেজোস ও সানচেজের আলোচিত এই বিয়েতে খরচ ধরা হয়েছে ৬০ কোটি ডলার। এমন নানা জল্পনা এখন বিভিন্ন গণমাধ্যমে ঠাঁই পেয়েছে।


এর আগে ২০১৯ সালে ম্যাকেনজি স্কটের সঙ্গে জেফ বেজোসের বিচ্ছেদ হয়। তাঁদের ২৫ বছরের দীর্ঘ সংসার ছিল। এই বিচ্ছেদ বিশ্বজুড়ে তুমুল আলোচিত হয়। কেননা, এখন পর্যন্ত জেফ বেজোস ও ম্যাকেনজিরটাই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ।

Comments

Popular posts from this blog

জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক বিচারক হলে কিছু আশা করা যায় না : আসিফ নজরুল

বাংলাদেশের যেসব সরকারপ্রধান আমেরিকার প্রেসিডেন্টদের সাথে বৈঠক করেছেন

বড়দিনের পোশাকে পরিবারের সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ